প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারে প্রার্থীরা

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক পেয়ে অনেক প্রার্থী নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন প্রচার। অপেক্ষা শেষে ভোটের মাঠে নামতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন প্রার্থীরা। প্রচারে জনগণের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।

প্রথম দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাইকেলে কয়েক কিলোমিটার এলাকায় ভোটারদের কাছে যান এই প্রার্থী।

এর আগে রিটার্নিং কার্যালয়ে চট্টগ্রামের সব আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়েই নিজ নিজ এলাকায় প্রচারণায় নামেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জিয়াউল হক সুমন ও এম মঞ্জুর আলমসহ সব প্রার্থী।

প্রতীক পেয়ে এদিন ময়মনসিংহে ব্যতিক্রমী আয়োজনে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী মোহিত উর রহমান। এসময় ব্রহ্মপুত্র নদে অর্ধশতাধিক নৌকা ভাসিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রতিশ্রুতি দেন শিল্পকারখানা গড়ার, নদী কেন্দ্রীক অর্থনীতির প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির।

ঢাকা-১ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, সুপ্রিম পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, গণফ্রন্ট ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতজন প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে। এই আসনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই।

ঢাকা-১৪ আসনেও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে লটারি করে প্রতিক বরাদ্দ দেয়া হয়। একাধিক প্রার্থী ঈগল প্রতিক চাওয়ায় লটারি পদ্ধতিতে প্রতিক বরাদ্দ দেয়া। মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চান আওয়ামী লীগের প্রার্থীরা।

ঢাকা -১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদ পেয়েছেন ঈগল প্রতীক, আরেক স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ট্রাক, আওয়ামী লীগের ডা. মোহাম্মদ এনামুর রহমান নৌকা, গণফ্রন্টের নূরুল আমিন মাছ, তৃণমূল বিএনপি'র মাহবুবুল হাসান সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ ডাব, এনপিপি'র ইসরায়েল হোসেন সাভারি আম, সুপ্রিম পার্টি'র মোহাম্মদ জুলহাস একতারা ও বিএনএমের সাইফুল ইসলাম মেম্বার নোঙর প্রতীক পেয়েছেন।

এদিকে ঢাকা জেলা প্রশাসককের কার্যালয়ে ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০ এই পাঁচটি আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়। সেখানে হেভিওয়েট প্রার্থী রয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

|undefined

চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক পেয়েছেন। ছবি: এখন টিভি

রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী পেয়েছেন প্রতীক। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে উচ্ছাস প্রকাশ করেন তিনি।

একই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীক পান।

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীক পেয়েছেন। এদিন মাগুরা-১ ও ২ আসনে মোট ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মাগুরায় নির্বাচনের প্রতীক পেয়ে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, স্থানীয় নেতাকর্মীদের সমর্থন পাচ্ছেন। আগামী ৭ জানুয়ারিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ভোটারদের।

সাংবাদিকদের সাকিব আল হাসান জানান, নির্বাচনে কাউকে তিনি ছোট করে দেখছেন না। নির্বাচনের মাঠে তিনি নতুন হলেও তার সঙ্গে জেলা আওয়ামী লীগের অভিজ্ঞ নেতৃবৃন্দ আছেন।

কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী মোট ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যারা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন।

কক্সবাজার-৪ আসনে (উখিয়া-টেকনাফ) জাতীয় পার্টির নুরুল আমিন ভুট্টো লাঙল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুল আলম আম, তৃণমূল বিএনপি’র মুজিবুল হক মুজিব সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী মিনার, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল ডাব এবং আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার নৌকা প্রতীক পেয়েছেন।  

বান্দরবানের একটি মাত্র আসনে আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিংকে নৌকা ও জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহীদুল ইসলামকে লাঙল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

গাজীপুরে ৫টি সংসদীয় আসনে প্রতীক পেয়ে প্রথম দিনেই জোরেশোরে নির্বাচনী মাঠে নামেন প্রাথীরা। তাৎক্ষণিকভাবে প্রার্থীরা শোডাউন করে দেন নির্বাচনী বক্তব্য।

এদিকে হাইকোর্টে রিট করে প্রার্থী ফিরে পেলেন বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন। আদালতের আদেশে প্রার্থী ফিরে পেয়েছেন ময়মনসিংহ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত আবদুস সালাম।

|undefined

বান্দরবানে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। ছবি: এখন টিভি

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। আর প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন।

তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ হবে।