সাভারে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

হত্যা
এখন জনপদে
0

সাভারের বিরুলিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শুকুর সিকদার। তিনি পেশায় রংমিস্ত্রি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

আজ (রোববার, ৪ মে) সকালে বিরুলিয়ার সামাইর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শুকুর সিকদার ওই এলাকার গদু সিকদারের ছেলে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে সামাইর গ্রামের জয়নাল মেম্বারের বাড়ির পাশে রংমিস্ত্রির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ওবাদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির গলায় ও মুখে ৫টি বড় ক্ষতের চিহ্ন রয়েছে। কারা কী উদ্দেশে তাকে কুপিয়ে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলামকে আটক করা হয়েছে।

এনএইচ