হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

হবিগঞ্জ
মোটরসাইকেল দুর্ঘটনা
এখন জনপদে
0

হবিগঞ্জ-নসরতপুর সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো একজন। আজ (বৃহস্পতিবার, ৮ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত সজিব সরকার জানান, বৃহস্পতিবার বিকেলে দুই যুবক সাদুরবাজার থেকে মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ যাচ্ছিল।

পথে নিজামপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে দুইজনই গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপন মিয়াকে (১৭) মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সজিব মিয়াকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত রিপন মিয়া লাখাই উপজেলার বামৈ গ্রামের বাসিন্দা এবং আহত সজিব মিয়ার বাড়ি একই উপজেলার ভাদিকারা গ্রামে।

সেজু