বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি জিমি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

বান্দরবান
রাজ পুত্র চ হ্লা প্রু জিমি, জাহাঙ্গীর আলম চৌধুরী
এখন জনপদে
0

বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার সভাপতি নির্বাচিত হয়েছে রাজ পুত্র চ হ্লা প্রু জিমি। সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (শনিবার, ১০ এপ্রিল) সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবনে অনুষ্ঠিত হয় নির্বাচনের ভোটগ্রহণ। শান্তিপূর্ণভাবে বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় নির্বাহী সদস্য, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদে। সভাপতি ও সহ-সভাপতি পদে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে ৮১ ভোট পেয়ে জয়লাভ করে জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হরিণ প্রতীক নিয়ে শহিদুল হক পান ৪৪ ভোট।

এছাড়াও ৩৮ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ কাউছার আলম। ৭৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন মোহাম্মদ মহিউদ্দীন। ৭০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হন সিরাজুল ইসলাম। ৭৬ ভোট পেয়ে ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হন জামাল।

নির্বাহী সদস্য নির্বাচিত হন আরমান হোসেন (৭৯ ভোট), জাহেদুল ইসলাম আসিফ (৭৫ ভোট), আবু বক্কর (৬৬ ভোট) ও শামীম হোসেন (৫২ ভোট)।

শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় খুশি সমিতির সদস্যরা।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ চৌধুরী বলেন, ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর ভোট গণনা শেষে সাড়ে ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়েছে। সদস্যরা ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে তাদের নেতা নির্বাচন করেছে। ফলাফল নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। সবকিছু সুন্দরভাবে হয়েছে।’

সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য কাঠ ব্যবসায়ী সমিতির ১৪১ জন সদস্য রয়েছে। এর মধ্যে ১২৬টি ভোট গণনা হয়েছে।

এসএস