এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়া ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রতিবাদ সভায় বক্তারা হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এসময় দলটির পাশে থাকার কথাও জানান এনসিপির নেতার।
এর আগে সোমবার (১২ মে) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে বাধা প্রদান করেন। এসময় মাদক কারবারিরা নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফতুল্লার কুতুবপুর নয় নম্বর ওয়ার্ড সাংগঠনিক ইউনিয়নের উপদেষ্টা আলমগীর হোসেন, সহ-সভাপতি মোশাররফ হোসেন ও সেক্রেটারি আবুল বাশারসহ তিনজন গুরুতর আহত হয়।
এ ঘটনায় রামারবাগ এলাকার মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার রবিন, জান্নাত, সোহেল, রাজু, ইমন, হৃদয়সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসলামি আন্দোলনের নেতারা।