সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রমিক অবরোধ
এখন জনপদে
1

বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এবি অ্যাপারেলন্সের শ্রমিকরা। আজ (সোমবার, ২৬ মে) সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানায়, সকালে এবি অ্যাপারেলন্সের কয়েকশ’ শ্রমিক এপ্রিল ও মে মাসের বেতনের দাবিতে হেমায়েতপুর সিংগাইর সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।

এসময় সড়কটির দু’পাশে তীব্র যানজট দেখা দেয়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ বলছে, শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, গতকাল একই এলাকায় বকেয়া বেতনের দাবিতে বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এনএইচ