সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ
দুর্ঘটনাস্থলে উপস্থিত জনতা
এখন জনপদে
1

সিরাজগঞ্জের কামারখন্দে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা থানার নলকা সেনগাতী এলাকার জয়নাল আবেদীনের পুত্র জাহিদুল ইসলাম, একই এলাকার আব্দুল হাইয়ের পুত্র আব্দুল গাফফার ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের আব্দুল ওয়াদুদের পুত্র শোয়েব আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী ওই তিন যুবক নলকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাবার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসু