পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে মাইজবাড়ি পূর্ব পাড়া গ্রামের ইকবাল হোসেন নামের একজনের বাড়িতে চুরির উদ্দেশে দরজা খুলার চেষ্টা করে সাইমুন হাসান।
আরো জানা যায়, এ বিষয়টি ইকবাল হোসেন বুঝতে পারেন এবং ঘরে থাকা দা নিয়ে দরজার সামনে নীরব হয়ে দাঁড়িয়ে থাকেন। সাইমুন যখন দরজা ফাঁক করে ভিতরে হাত ঢুকায় তখন ইকবাল তার হাতে থাকা দা দিয়ে সাইমুনের হাতে আঘাত করেন। পরে সাইমন হোসেন সেখান থেকে দৌঁড়ে পালিয়ে গিয়ে গ্রামের পাশেই মাটিতে লুটিয়ে পড়েন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘মাইজবাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে জেনেছি ইকবাল হোসেন নামে একজনের বাড়িতে চুরি করতে গিয়ে ঘরে থাকা দায়ের কোপে তার মৃত্যু হয়। এ ঘটনায় সন্দেহজনক ৩ জনকে আটক করা হয়েছে।’