সভাপতি পদের জন্য তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ট্রাক প্রতীক নিয়ে ১৩৬ ভোট পেয়ে জয়লাভ করে শফিকুল আলম বাবুল। সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে প্রজাপতি প্রতীক নিয়ে ১৪৭ ভোট পেয়ে জয়লাভ করে জাফর উল্লাহ।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে আনিসুর রহমান (২২০ ভোট), রশিদ আহমদ (২০১), মোহাম্মদ হাবিবউল্লাহ (১৯৬) ভোট পেয়ে নির্বাচিত হন।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক রাশেদ, সাংগঠনিক পদে ওসমান গনি, অর্থ সম্পাদক সাঈদ উদ্দীন, দপ্তর সম্পাদক সামসুল আলম, ক্রীড়া সম্পাদক মনজুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহবুব আলম নির্বাচিত হন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় খুশি সমিতির সদস্যরা।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিটির সভাপতি ইকবাল হোছাইন বলেন, ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর ভোট গণনা শেষে সাড়ে ৪টার দিকে ফল ঘোষণা করা হয়েছে। সদস্যরা ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে তাদের নেতা নির্বাচন করেছে। ফল নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। সবকিছু সুন্দরভাবে হয়েছে।’
সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, লোকাল ট্রাক-মিনি ট্রাক মালিক সমিতির ৩২৫ জন সদস্য রয়েছে। এর মধ্যে ২৯৫ জন ভোট দিয়েছেন।