জনগণ নির্ধারিত করবে কে রাষ্ট্র পরিচালনা করবে: টুকু

টাঙ্গাইল
কথা বলছেন সুলতান সালাউদ্দিন টুকু
রাজনীতি
এখন জনপদে
0

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনের এক বছরেই আমরা দ্বিধা বিভক্ত হয়ে যায়; তাহলে যারা শহীদ হলেন, রক্ত দিলেন, তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে এর জন্য আমরা কী শহীদ হয়েছি? তিনি বলেন, 'আজকে ছাত্র জনতা রক্ত দিলো, তাহলে সেই জনতাকে কেনো ভয় পাচ্ছে। নির্বাচন দিতে কেনো ভয় পাচ্ছে। নির্বাচন নিয়ে কেন বিতর্ক তুলছে। এই দেশের মালিক হচ্ছে দেশের জনগণ। জনগণ নির্ধারিত করবে কে রাষ্ট্র পরিচালনা করবে।' আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষে টাঙ্গাইল জেলার বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, 'বিএনপির প্রথম থেকেই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছে। দ্বিধা দ্বন্দ্ব ও এই আন্দোলনকে বিতর্ক না করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। নির্বাচন হলেই তারেক রহমান আল্লাহর রহমতে এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। আগামী দিনে আমরা জনগণের পাশে থাকবো। বিএনপি জনগণকে নিয়ে পথ চলতে চায়।'

তিনি আরো বলেন, 'আজকে আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উস্কিয়ে দিচ্ছে। তাদের এই আচরণের কারণের সহযোগিতা শামিল হয়ে যাচ্ছে। বিগত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতারা ঘুম ও খুন হয়েছেন। খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। অসংখ্য আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। এই আন্দোলনের বিএনপির ৫ শতাধিক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতা কর্মীরা শহীদ হয়েছেন।'

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ।

সেজু