অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ও কক্সবাজারের মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে। একইভাবে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি ত্বরান্বিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা দেয়া হচ্ছে।’
এসময় জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখছি। ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানি না হন সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে।’
এছাড়া দীর্ঘদিনের চলমান মামলাগুলো অন্তর্বর্তী অবস্থায় দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধিত প্রস্তাব করার কথাও জানান সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।