ফরিদপুর হাইওয়ে থানায় জব্দ বাসে ‘রহস্যজনক’ আগুন

বাসে আগুন
এখন জনপদে
0

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার পাশে সড়ক দুর্ঘটনায় জব্দকৃত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (শনিবার, ১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে রাখা বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির সামনের অংশ পুড়ে যায়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, জেলা সদরের মধুখালীতে ঈদের আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আরএসএফ পরিবহনের বাসটি জব্দ করে থানার পাশেই সড়কের ধারে রাখা হয়েছিল। বাসটির মালিকপক্ষই লোক রেখে পাহারা দিত। কিন্তু আজ দুপুর থেকে তারা কেউ ছিল না।

তিনি আরও জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ খবর পাই বাসটিতে আগুন লেগেছে। আগুন কীভাবে লাগল, সেটি এখনও নিশ্চিত নই। কোনো দুবৃর্ত্ত আগুন দিয়েছে কি না, তাও বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও, বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

এনএইচ