ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলামের জামিন

বান্দরবান
অ্যাডমিন বর্ষা ইসলাম
এখন জনপদে
অপরাধ
0

বান্দরবানের আলীকদমে দুর্গম ট্রেইলে তিন পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় ফেসবুকভিত্তিক পর্যটন গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর পরিচালক বর্ষা ইসলাম জামিন পেয়েছেন। আজ (রোববার, ১৫ জুন) দুপুরে বান্দরবান জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১, বিচারক এস.এম. এমরান তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কোর্ট পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়, বর্ষা ইসলাম পরিচালিত ‘ট্যুর এক্সপার্ট’ এর একটি ট্রেকিং ট্যুরে অংশ নিয়ে স্মৃতি আক্তার নামের এক তরুণী নিহত হয়েছেন। স্মৃতি আক্তারের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে বর্ষা ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ঈদুল ফিতরের আগে ‘ট্যুর এক্সপার্ট’ বান্দরবানের দুর্গম ক্রিসতং-রুংরাং সামিট এলাকায় একটি ট্রেকিং ইভেন্ট আয়োজন করে। ৮ জুন রাতে ৩৩ জন পর্যটক এতে অংশ নেন, তাদের মধ্যে ছিলেন ঢাকা থেকে আসা স্মৃতি আক্তার।

পরের দিন বর্ষা ইসলাম স্থানীয় গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যার নেতৃত্বে ১২ জন পর্যটক নিয়ে আন্ধারমানিক ট্রেইলে রওনা দেন। অন্য ২০ জন পর্যটককে অভিজ্ঞতা ছাড়া আলীকদমে ফিরিয়ে দেওয়া হয়।

১১ জুন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় প্রবল বৃষ্টিপাতে পাহাড়ি ঢলের সৃষ্টি হলে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরদিন ১২ জুন শেখ জুবাইরুলের মরদেহ মাতামুহুরী নদী থেকে উদ্ধার করা হয়। ১৩ জুন তৈন খালের বটতলী বাজার ঘাট থেকে স্মৃতির মরদেহ পাওয়া গেলেও হাসান শুভ এখনও নিখোঁজ।

আলীকদম থানায় দায়ের করা মামলায় বাদী অভিযোগ করেন, পর্যাপ্ত অভিজ্ঞ গাইড না থাকা, প্রশাসনিক অনুমতি না নেয়া এবং পাহাড়ি আবহাওয়ার প্রতি অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বর্ষা ইসলাম ও অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিদের মৃত্যুর জন্য দায়ী করেছেন তিনি।

সেজু