এ ছাড়া সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, ‘চলতি মৌসুমে আজ ৩ ঘণ্টায় অর্থাৎ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’
বৃষ্টির কারণে সিলেটে সকালে স্কুল ও কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকজন বিপাকে পড়েন। পথচারীদের অনেকেই ছাতা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন।
আবহাওয়া অফিস বলছে, এ সময় পশ্চিমা বায়ু দক্ষিণ ও পূর্ব বায়ুর সংমিশ্রণের কারণে সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার কোনো কোনো উপজেলায় ভারী বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।