সিলেটে চলতি মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত

বৃষ্টিতে ছাতা মাথায় একজন পথিক
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

সিলেটে চলতি মৌসুমে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকাল ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে ১৫৬.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যা চলতি বছরের সর্বোচ্চ। ভারী বৃষ্টিপাত দিনের অধিকাংশ সময় থেমে থেমে হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

এ ছাড়া সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, ‘চলতি মৌসুমে আজ ৩ ঘণ্টায় অর্থাৎ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

বৃষ্টির কারণে সিলেটে সকালে স্কুল ও কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকজন বিপাকে পড়েন। পথচারীদের অনেকেই ছাতা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন।

আবহাওয়া অফিস বলছে, এ সময় পশ্চিমা বায়ু দক্ষিণ ও পূর্ব বায়ুর সংমিশ্রণের কারণে সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার কোনো কোনো উপজেলায় ভারী বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

এনএইচ