রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ফের এক টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। তবে এবার হোয়াইট হাউজে নয় বৈঠক হচ্ছে সৌদি আরবে।
সেই উদ্দেশ্যে সোমবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সঙ্গে ছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান সৌদি আরবের শীর্ষ পর্যায়ের একদল প্রতিনিধি।
একই দিন সেখানে পৌঁছান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিভিন্ন ইস্যুতে কথা বলেন সৌদি প্রতিনিধিদের সঙ্গে। সৌদি আরবের মধ্যস্ততায় মঙ্গলবার যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে দুদেশের প্রতিনিধি দলের।
মূল বৈঠকের আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ইউক্রেনের প্রেসিডেন্ট। সালমানের সঙ্গে বৈঠকের সময় মার্কো রুবিও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন।
তবে এবারের আলোচনা হবে গত সপ্তাহে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাকবিতণ্ডার জেরে কিয়েভ-ওয়াশিংটন সম্পর্কের যে অবনতি হয়েছে তা স্বাভাবিক করতে। ইউক্রেনকে সামরিক নিরাপত্তা দেয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত আসবে না বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি আলোচনা হয় গাজা পুনর্গঠন ইস্যুতেও। সেসময় হামাসকে মাইনাস করার কথা বলেন তিনি।
এদিকে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার দেশের সংকট সমাধানে মধ্যস্থতা করায় সালমানকে ধন্যবাদ জানান তিনি। দ্বিপক্ষীয় বিভিন্ন এজেন্ডা নিয়েও কথা বলেন তারা।