এর আগে, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খানসহ ৩টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তবে এই ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ।
আকাশসীমা অচল করে দেয়ার চেষ্টা রুখে দিতে এবার ভারতের বিরুদ্ধে চড়াও পাকিস্তান। ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানও শুরু করলো অপারেশন বুনিয়ান উন মারসুস।
দেশটির স্থানীয় গণমাধ্যমের দাবি, এই অভিযানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে ভারতের উধামপুর ও পাঠানকোট বিমানঘাঁটি। পাকিস্তানের প্রতিরক্ষ সূত্র বলছে, হামলা হয়েছে সিরসা এয়ারফিল্ড ও রাজৌরির মিলিটারি ইন্টেলিজেন্স কেন্দ্রে। ধ্বংস করা হয়েছে আদমপুরের এস-ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে নতুন আরও ৮টিসহ মোট ৩২টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল ১৫ মে পর্যন্ত স্থগিত করেছে ভারত সরকার।
আরো পড়ুন:
এছাড়াও, ভারতের অমৃতসরে একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার গুড়িয়ে দেয়ার দাবি করছে পাকিস্তান। এই স্থাপনাটিতে দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্র 'ব্রাহমোস' মজুদ করে রাখা হতো বলে জানা গেছে। এছাড়া শনিবারের হামলায় দেহরাঙ্গিয়ারিতে অবস্থিত ভারতীয় আর্টিলারি ইউনিট ধসে গেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম ডন। যদিও অমৃতসরের মিসাইল ফ্যাসিলিটি লক্ষ্য করে ছোড়া পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করছে ভারত।
চলমান এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের মধ্যে ন্যাশনাল কমান্ডের কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই প্যানেল পরমাণু অস্ত্র ব্যবহার ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। এছাড়া, সেনাপ্রধান আসিম মুনিরের বলেছেন, যুদ্ধটি পাকিস্তান শুরু না করলেও শেষ করবে। এবং গোটা বিশ্ব এর সাক্ষী হবে। পরিস্থিতি প্রশমনে পাকিস্তানের সেনাপ্রধান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশকে সরাসরি বৈঠক করার পরামর্শ দিয়েছে জি সেভেন জোট। মধ্যস্থতার দায়িত্ব নিতে আবারও আগ্রহ প্রকাশ করেছে চীন।
এর আগে, শনিবার মধ্যরাতে পাকিস্তানের রাফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান ও নূর খান ঘাঁটিতে বিমানঘাঁটিতে হামলার দাবি করে ভারত। যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর বলছে, রাওয়ালপিন্ডির ঐ নূর খান ঘাঁটিতে ভারত ড্রোন হামলার চেষ্টা করলেও তাদের আঘাত প্রতিহত করা হয়েছে এবং বড় ধরনের ক্ষতিও হয়নি। যদিও এই বিমানঘাঁটি থেকে রাজধানী ইসলামাবাদের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার, আর এর খুব কাছেই পাকিস্তানের সেনাবাহিনীর সদরদপ্তর। ফলে হামলার পরপরই গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়।
আরো পড়ুন:
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেন, ‘ভারত থেকে পাকিস্তানের বিমানঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়েছে তার অধিকাংশই প্রতিহত করা হয়েছে। প্রাথমিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন প্রতিবেদন অনুসারে, যে কয়েকটি ড্রোন প্রবেশ করেছে তা পাকিস্তান বিমান বাহিনীর সম্পদের কোনও ক্ষতি করতে পারেনি।’
তবে এই হামলার পর শনিবার দুপর পর্যন্ত আকাশে সাধারণের বিমান চলাচল নিষিদ্ধ করেছে পাকিস্তান। করাচি বিমানবন্দর থেকে যাত্রীদের সরে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে। এছাড়া সুক্কুর বিমানবন্দরের কাছাকাছি একটি বিমানঘাঁটিতে হামলার চেষ্টা করা হলে সেই ভারতীয় সেই ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জানাচ্ছে প্রতিরক্ষা সূত্র।
এদিকে, ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানের সফল হামলার দাবি রীতিমতো অস্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে বিশেষ ও জরুরি সংবাদ সম্মেলনে শনিবার মধ্যরাতের হামলার বিষয়ে কথা বলেন আর্মি কর্নেল সোফিয়া কুরেশি ও এয়ার ফোর্স উইং কমান্ডার ভায়োমিকা সিং।
আরো পড়ুন:
তারা স্বীকার করেছেন এদিন ভারতের উধামপুর, ভুজ, পাঠানকোট, বাথিন্দার বিমানঘাঁটি ও অমৃতসরে মিসাইল ফ্যাসিলিটিতে হামলা হয়েছে। হামলায় পাকিস্তানের বিমানবাহিনী দ্রুতগতির মিসাইল, ড্রোন, আধুনিক যুদ্ধাস্ত্রসহ ফিক্সড উইং এয়ারক্রাফট ব্যবহার করেছে বলেও দাবি করা হয়।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘গত ২-৩ ধরে পাকিস্তানের যে গতিবিধি দেখছি, তা উসকানিমূলক এবং ধীরে ধীরে এর মাত্রা বাড়ছে। একাধিক গণমাধ্যমকে বলেছি, দুই দেশের মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তার মূল কারণ পাকিস্তানের বিরোধপূর্ণ আচরণ।’
অন্যদিকে, ভারতের অভিযোগ স্বত্বেও পাকিস্তানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেয়ায় আইএমএফের বিরুদ্ধে চটেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।