ট্রাম্পের শুল্কারোপ সাময়িক বহাল, বিশ্বজুড়ে ক্ষতি ৩৪০০ কোটি ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ফেডারেল আদালতের স্থগিতাদেশের এক দিন পর বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ সাময়িকভাবে বহাল রাখলেন মার্কিন আপিল আদালত। হোয়াইট হাউসের অর্থ উপদেষ্টার দাবি, তিন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবার পথে। যুক্তরাষ্ট্রের শুল্কারোপের কারণে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি ৩ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে দাবি রয়টার্সের।

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ ইস্যুতে যোগ হলো নতুন অধ্যায়। ফেডারেল আদালতের স্থগিতাদেশের এক দিন পর বিশ্বব্যাপী মার্কিন শুল্কারোপ বহাল রাখলো দেশটির আপিল বিভাগ।

যদিও আপিলের পরিপ্রেক্ষিতে নেয়া সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে সাময়িকভাবে। এসময় আইনি লড়াইয়ের পাশাপাশি আমদানি শুল্ক আদায় করতে পারবে যুক্তরাষ্ট্র। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জুন নির্ধারণ করা হয়েছে।

আদালতের সিদ্ধান্তের কিছুক্ষণ বাদেই হোয়াইট হাউসের উপদেষ্টা জানান, তিন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। অন্যদিকে অর্থমন্ত্রীর দাবি, চীনের সঙ্গে সমঝোতা কিছুটা স্থবির হয়ে পড়লেও আলোচনা এগিয়েছে জাপান ও ইইউ'র সঙ্গে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘চীনের সঙ্গে আলোচনা কিছুটা থমকে পড়েছে। তবে আশা করছি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আলোচনায় অগ্রগতি হবে। এমনকি একপর্যায়ে দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপও হতে পারে।’

হোয়াইট হাউসের অর্থ উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেন, ‘এই সপ্তাহের মধ্যে আমরা সুসংবাদ পাচ্ছি। তিনটি দেশের সঙ্গে চুক্তি প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আরও চুক্তির প্রস্তাব পাচ্ছি। তবে তিনটি চুক্তি প্রায় চূড়ান্ত।’

এর আগে শুল্কারোপ স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন থেকে মিলেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায়। বিচারকদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র। অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা জানান, আদালতের সিদ্ধান্ত বিপক্ষে গেলেও শুল্ক আদায়ের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, ‘আমরা কোনো বিকল্প রাখিনি। কৌশলগত সকল বিকল্পই প্ল্যান 'এ' তে রাখা হয়েছে। অগ্রসর হবার আগে রণক্ষেত্রে কী কী বাধা আসতে পারে, সে বিষয়ে আগেই পরিকল্পনা করা রয়েছে। দুর্বৃত্ত বিচারকদের বিষয়েও আমরা অবগত।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘আদালতের এ বিষয়ে কোনো ভূমিকাই নেই। প্রেসিডেন্টের সিদ্ধান্তকে হুমকির মুখে ফেলতে অনির্বাচিত বিচারকরা বাধা তৈরি করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য কোনো প্রেসিডেন্টের সিদ্ধান্তে এভাবে প্রতিবন্ধকতা তৈরি করলে যুক্তরাষ্ট্র চলতে পারবে না।’

এদিকে চীনের দাবি, শুল্ক যুদ্ধে কোনো পক্ষই জয়ী হতে পারবে না। তাই মার্কিন প্রশাসনকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে শি জিনপিং সরকার। রয়টার্সের প্রতিবেদন বলছে, মার্কিন শুল্কারোপের কারণে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি ছাড়িয়েছে ৩ হাজার ৪০০ কোটি ডলার।

সেজু