পাকিস্তানে বন্যায় ৪ জনের মৃত্যু

পাকিস্তানের বন্যা পরিস্থিতি
বিদেশে এখন
0

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গেল একদিনে পাকিস্তানে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও নর্থ ক্যারোলাইনায় প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা।

টানা বর্ষণে বিপর্যস্ত পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। তলিয়ে গেছে নগরীর প্রধান রাস্তাঘাট, মার্কেটসহ ও ঘরবাড়ি। ব্যাহত যান চলাচল।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে শহরটিতে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।

পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ২৬ জুন থেকে ৪৫ শিশুসহ প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯০ জন।

এদিকে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওয়েমাউথে প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। নর্থ ক্যারোলাইনায় কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি।

সেজু