কানাডার ওপর অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

কানাডার ওপর অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে।

ট্রুথ সোশ্যালে কানাডার প্রধানমন্ত্রীকে উল্লেখ করে ট্রাম্প বলেন, 'মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে শুল্কের বিষয়ে ছাড় দেয়া হবে।'

ট্রাম্প আরও বলেন, 'সীমান্ত দিয়ে মাদক পাচার এবং বাণিজ্য ঘাটতি মেটাতে কানাডার ওপর এই শুল্ক আরোপ করা হয়েছে।'

শুল্ক ও বাণিজ্যের বিষয়ে কার্যকর সমঝোতা করার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার বেশিরভাগ দেশের ওপরই ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। এছাড়া, বিশ্বজুড়ে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে বসবে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক।

তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কোনো দেশ তাদের কোম্পানি প্রতিষ্ঠা করলে সেক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

সেজু