ইরান সংঘাতে নিবিড়ভাবে নজর মালয়েশিয়ার

আনোয়ার ইব্রাহিম
এশিয়া
বিদেশে এখন
1

ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলার পর ইরানে ক্রমবর্ধমান সংঘাতের উপর নিবিড়ভাবে নজর রাখছে মালয়েশিয়া। তবে দেশটিতে থাকা মালয়েশিয়ানদের সরিয়ে নেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি তারা।

আজ (মঙ্গলবার, ১৭ জুন) এক প্রশ্নের জবাবে এ তথ্য দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মালয়েশিয়ানদের দেশে ফিরিয়ে আনার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’

এর আগে গত শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইরানে হামলায় কোনো মালয়েশিয়ান আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

এসএস