অস্তিত্ব টিকিয়ে রাখতে হামলা চালিয়ে যাবার ঘোষণা নেতানিয়াহুর

বেনইয়ামিন নেতানিয়াহু
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
1

সংঘাত শুরুর পর ১৮তম দফার হামলায় ইসরাইলের দুটি বিমানঘাঁটি, সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের দাবি করেছে ইরান। ছোটাছুটির সময়ে হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন এক ইসরাইলি। বিপরীতে তেল আবিবের দাবি, গতকাল (শুক্রবার, ২০ জুন) থেকে ১৫টি বিমানের মাধ্যমে হামলা চালানো হয়েছে তেহরানে। এতে দুই ইরানির প্রাণহানির দাবি তেল আবিবের। যদিও অস্তিত্ব টিকিয়ে রাখতে হামলা চালিয়ে যাবার ঘোষণা ইসরাইলি প্রধানমন্ত্রীর।

ইসরাইলের আকাশ ভেদ করে উড়ে যাচ্ছে এক ঝাঁক মিসাইল। লক্ষ্য তেল আবিব। ইরানের শক্তিশালী মিসাইলগুলো ধ্বংসে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আইডিএফ সবগুলো মিসাইল প্রতিহতের দাবি করলেও রাজধানীর একটি আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে আগুন। ভোরের আলো ফোটার আগেই ছোটাছুটি শুরু করে ইসরাইলিরা। টানা ৯দিন ধরে ইহুদি ভূখণ্ড থেকে ভেসে আসছে এমনই একের পর এক চিত্র।

অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরুর পর এ পর্যন্ত ইসরাইলকে লক্ষ্য করে ১৮ দফা হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। যেখানে দাবি করা হয়, শুক্রবারের হামলায় নেভাটিম ও হাটজেরিম বিমানঘাঁটির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের বেশ কয়েকটি সামরিক স্থাপনা। হাইফাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন। এতে আহত বেশ কয়েকজন।

এদিকে ইরানি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গবেষণা সংস্থা পরিদর্শনে যান বেনইয়ামিন নেতানিয়াহু। এসময় ইসরাইলি প্রধানমন্ত্রী জানান, অস্তিত্ব টিকিয়ে রাখতে যতদিন প্রয়োজন, ততদিন তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তেল আবিব।

বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যতদিন প্রয়োজন, ততদিন হামলা চলবে। কারণ আমরা অস্তিত্ব সংকটে ভুগছি। অস্তিত্বের ওপর দ্বৈত বিপদ রয়েছে। তাদের কাছে ২০ হাজার মিসাইল আছে। একটি মিসাইলের আঘাতেই এই অবস্থা। অপরদিকে আরেকটি বিপদ হলো এই উন্মাদ শাসক গোষ্ঠীর হাতে পরমাণু বোমা।’

বিপরীতে শনিবার প্রথম প্রহরেই ইরানের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে ১৫টি বিমানের মাধ্যমে হামলা চালায় ইসরাইল। এসময় তেহরান, কওম ও কারাজ অঞ্চলে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির তথ্য মিলেছে। হামলায় ব্যবহার করা হয় ৩০টির বেশি অস্ত্র। এছাড়াও ইস্পাহানেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাশাপাশি আইআরজিসির ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে আইডিএফ।

মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শুক্রবার খুজেস্তান প্রদেশ থেকে অর্ধশতাধিক নাগরিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইরান। দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা জানান, চাপিয়ে দেয়া যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে নেতানিয়াহু প্রশাসনকে।

শুক্রবার তেহরানে ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নেন লাখো ইসরাইলি। এসময় পোড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা। অন্যতম বড় এই বিক্ষোভ জাতির সাহসকে প্রতিফলন করেছে বলে এক্স বার্তায় জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

এসএস