গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩

গোপালগঞ্জ
সড়ক দুর্ঘটনার প্রতীকি ফটো
এখন জনপদে
আইন ও আদালত
0

গোপালগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পিকআপ ভ্যানে থাকা অপর একজন।

আজ (বৃহস্পতিবার, ৮ মে) বিকেলে ঢাকা খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকার দোহারের তানভির ও নাজিরপুর জেলার নাজমুল। অপর আহত ও নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে খুলনার দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। দাশেরহাট এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ ভ্যানটির গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় পিকআপের সামনের অংশ। ঘটনাস্থলেই নিহত হয় দু’জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানে থাকা আহত দু’জনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়।

সেজু