শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখ
দেশে এখন
আইন ও আদালত
0

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আজ (শনিবার, ১৭ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল মাগুরার বিচারক জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। বাকি তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন হিটু শেখের ছেলে সজীব ও রাতুল এবং স্ত্রী জাহেদা বেগম।

আজ সকালে রায় ঘোষণার আগে আসামিদের আদালতে আনা হয়। এর আগে গত মঙ্গলবার (১৩ মে) যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত। অন্যদিকে গেলো ১৩ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

আরো পড়ুন:

এরপর ২৩ এপ্রিল চার্জ গঠনের মধ্যে দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সে হিসেবে বিচার শুরুর মাত্র ২৫ দিনের মাথায় রায় ঘোষণা হলো।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। পরে ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!