চিকিৎসক সেজে রোগী দেখায় এক মাসের কারাদণ্ড, জরিমানা

মানিকগঞ্জ
ভুয়া চিকিৎসককে জরিমানা
আইন ও আদালত
0

মানিকগঞ্জের হরিরামপুরে চিকিৎসক না হয়েও ‘ডাক্তার’ পরিচয়ে রোগী দেখার অভিযোগে এক ফিজিওথেরাপিস্টকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ২৮ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার।

দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আল-আমিন মানবসেবা ফিজিওথেরাপি সেন্টারে দীর্ঘদিন ধরে বাজারে চিকিৎসকের পরিচয়ে কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ইউএনও কোহিনুর আক্তার বলেন, ‘আব্দুল্লাহ আল-আমিন কোনো মেডিকেল ডিগ্রি না থাকলেও নামের আগে ‘ডাক্তার’ ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করতেন এবং ব্যবস্থাপত্র দিতেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং সত্যতা পাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।’

তিনি বলেন, ‘প্রতারণামূলকভাবে মানুষকে চিকিৎসাসেবা দেয়া একটি গুরুতর অপরাধ। ভবিষ্যতে কেউ যেন এমন কাজ করতে সাহস না পায়, সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজারে চিকিৎসকের পরিচয়ে কার্যক্রম চালিয়ে আসছিলেন। প্রশাসনের এমন পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেন।

এসএস