প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
এ মামলায় ইতোমধ্যে চারজন আসামি কারাগারে আছেন। তারা হলেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তিনি তখন চলমান সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। এই ঘটনায় মামলা দায়ের হলে তা তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীন তদন্ত সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়।