ফায়ার সার্ভিস জানায়, মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি বাণিজ্যিক ভবনে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের ঘটনা ঘটে।
ভবনটির তৃতীয় তলায় আগুন লেগেছে। এটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সংবাদ পেয়ে সংস্থাটির সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ২৮ মিনিটে। পরে আরো তিনটি ইউনিট যুক্ত হয়ে আগুন নেভাতে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ বা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।