সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থদিনের মতো সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ চলছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ (মঙ্গলবার, ২৭ মে) সকাল ১০টা থেকে সচিবালয়ের বাদামতালায় জড়ো হতে থাকেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’।
এতে দাপ্তরিক স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ রয়েছে। তবে আজ সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।