আজ (মঙ্গলবার, ৩ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি।
আলী রীয়াজ বলেন, ‘সব বিষয়ে কমিশন বা রাজনৈতিক দলগুলো একমত হবে না, কিছু জায়গায় দ্বিমত থেকে গেলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন।’
কমিশনের বক্তব্য চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে। যে বিষয়ে দলগুলোর ভিন্নমত থাকবে সেগুলোর জনমত তৈরিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের কাছে যাবে।’