অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোকে একটি টেকসই সংস্কারে পৌঁছতে ছাড় দেবার কথা পুনর্ব্যক্ত করেছেন। বেলা ঠিক ১১টায় শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত আছেন ঐকমত্য কমিশনের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।
এ বৈঠক এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সরকার ঘোষিত ‘জুলাই সনদ’ ঘোষণার জন্য নির্ধারিত জুলাই মাস আসন্ন। প্রথম দফায় ৩৩টি রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে বৈঠক শেষ করে দ্বিতীয় দফার এই আলোচনা শুরু হয়েছে।
আজকের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, সংবিধানের মূলনীতিসহ যেসব বিষয়ে দলগুলো এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি, তা নিয়েই আলোচনা হবে।
ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ সভার শুরুতে বলেন, ‘বহু ত্যাগের বিনিময়ে গণঅভ্যুত্থানের মতো একটা বড় পরিবর্তন যারা ঘটিয়েছে, তারা অবশ্যই দেশের স্বার্থে কার্যকর একটি সংস্কার আনতেও পারবে।’