ভুয়া মামলা ও মামলার বাণিজ্য ঠেকাতে সিআরপিসিতে (ফৌজদারি কার্যবিধি) যুক্ত হচ্ছে নতুন বিধান। উপদেষ্টা পরিষদ জানিয়েছে, পুলিশ কমিশনার ও এসপি পদমর্যাদার কর্মকর্তা কোনো মামলা যৌক্তিক মনে করলে মামলার তদন্ত কর্মকর্তাকে প্রাথমিক রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে নির্দেশ দিতে পারবেন। এরপর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মামলা ভিত্তিহীন বা মিথ্যা; তাহলে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে সে মামলা থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা পাবেন।
আরও পড়ুন
এ ছাড়া, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওএইচসিএইচআরের অফিস চালুর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে উপদেষ্টা পরিষদ। প্রাথমিকভাবে তিন বছরের জন্য অফিসটি চালু থাকবে এবং পরবর্তীতে মেয়াদ নবায়নের সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে ওএইচসিএইচআর আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অনুসন্ধান ও প্রতিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে বৈঠকে।