২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

ডেঙ্গু ছড়ানো এডিস মশার প্রতীকী ছবি
স্বাস্থ্য
দেশে এখন
0

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (রোববার, ২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩২৩ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪২ জন, যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী। এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যু নেই।

সেজু