জামায়াতে ইসলামীর মহাসমাবেশ চলছে

জামায়াতে ইসলামীর মহাসমাবেশ
দেশে এখন
0

কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে রাজধানীর সোহরাওয়ারর্দী উদ্যানে শুরু হয়েছে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ। আজ (শনিবার, ১৯ জুলাই) দুপুর ২টার পর এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ সমাবেশ থেকে নির্বাচনে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি, জুলাই গণহত্যার বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি জানাবে দলটি।

সকাল থেকে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন রাস্তা-মোড়ে মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে দেখা যায়। মূল সমাবেশ শুরু হয় দুপুর ২টায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। মঞ্চের সামনে ৬০০ এর বেশি আসন রাখা হয়েছে। এর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা রেখেছে দলটি।

এসএস