জামায়াত আমিরকে দেখতে তার বাসায় ধর্ম উপদেষ্টা

জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে ধর্ম উপদেষ্টা
দেশে এখন
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে তার বাসায় গিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (রোববার, ২০ জুলাই) তিনি জামায়াতের আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

এছাড়া কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির জনাব ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (১৯ জুলাই) রাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফেরেন জামায়াত আমির। ফেরার পথে সমাবেশে অংশ নেয়া নেতাকর্মী ও হাসপাতালে দেখতে আসা শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন:

শনিবার জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান ডা. শফিকুর রহমান। বিকেল সাড়ে ৫টার দিকে সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তবে অসুস্থ হলেও মঞ্চে বসেই তিনি বক্তব্য দেন।

সেজু