বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও
এখন জনপদে
রাজনীতি
0

উপদেষ্টারা জনগণের বাইরে গেলে বিএনপি সমর্থন করবে না বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন দলটির এই নেতা। আজ (বুধবার, ২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল জানান, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা।

এ সময় মির্জা ফখরুল বলেন, 'সোশ্যাল মিডিয়ার প্রশ্নগুলো করে আমার কাছ থেকে খুব বেশি উত্তর পাবেন না। আমি সোশ্যাল মিডিয়া দেখি না। এটা হচ্ছে অপপ্রচারের একটা কারখানা, ভুল তথ্য, মিথ্যা প্রচারের। ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে। বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে।'

আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি, জাকের পার্টিসহ সব রাজনৈতিক দলের জনগণের সঙ্গে সম্পর্ক বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

আর যারা সংস্কারে এসেছেন, তারা জ্ঞানী মানুষ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'জনগণের বাইরে গিয়ে কিছু করা হলে সমর্থন করবে না বিএনপি।'

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে বিষয়ে জোর দিচ্ছি, সে বিষয়ে অনেকেই বুঝতে সক্ষম হচ্ছেন না। আমরা কখনই এটা বলছি না, আগে নির্বাচন, পরে সংস্কার। আমরা বলে আসছি প্রথমত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মিনিমাম সংস্কার যেটুকু দরকার, তা করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থাকেন্দ্রিক যে সংস্কার, তা করতে হবে। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা ব্যবস্থার সংস্কার করতে হবে; তৃতীয়ত, জুডিশিয়াল রিফর্ম করতে হবে। এই তিনটি বিষয়ে সংস্কার অবশ্যই করতে হবে।’

এসএস