ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনে জামায়াত আমিরের অনুরোধ

ডা. শফিকুর রহমান
রাজনীতি
0

দেশে চলমান রাজনৈতিক ‘টানাপড়েনে’ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ২২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এমন অনুরোধ জানান তিনি।

জামায়াত আমির লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে; জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।’

যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি আরো লেখেন, ‘আল্লাহ তা’য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।’

|undefined

জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

এর কিছু আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও ফেসবুক পোস্টে আওয়ামী লীগের বিচারের দাবিতেও সব পক্ষকে এক থাকার আহ্বান জানান।

এ ছাড়াও দ্রুত নির্বাচনে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত বলেও জানান এনসিপি এই নেতা। তিনি উল্লেখ করেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করে দ্রুত নির্বাচনে যাওয়ার লক্ষ্যে সব রাজনৈতিক দলের একসঙ্গে কাজ করা জরুরি। ক্ষণস্থায়ী ফায়দা লুটতে গিয়ে চব্বিশের অভ্যুত্থানের পর উদ্ভূত বিপুল সম্ভাবনার জন-আকাঙ্ক্ষাকে নষ্ট করা হলে, তা হবে একটি ঐতিহাসিক ব্যর্থতা।’

আরো পড়ুন:

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই সঙ্গে এখন থেকে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করছেন তারা।

এনএইচ