‘সংস্কার কার্যক্রমে সচিবালয় বা এনবিআর থেকে বাধা আসলে কঠোর হাতে দমন’

ইজামুল এহসান
চট্টগ্রাম
এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ
এখন জনপদে
রাজনীতি
1

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার কার্যক্রমে সচিবালয় বা এনবিআর থেকে বাধা আসলে কঠোর হাতে দমন করা হবে। সচিবালয় দুর্ভিক্ষে আক্রান্ত প্রতিষ্ঠান ও এনবিআর দুর্নীতির আঁতুড় ঘর হিসেবে আখ্যায়িত করেছেন হাসনাত আবদুল্লাহ।

আজ (সোমবার, ২৬ মে) দ্বিতীয় দিনের পথসভার কার্যক্রমের অংশ হিসেবে দিনের শুরুতেই চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সরকারি কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারকে সমর্থন জানিয়ে আমলারা কালো ব্যাজ পরে অফিস করেছেন।’

তিনি বলেন, ‘অনেকেই জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের সমালোচনা পর্যন্ত করেননি। আর এখন সরকার যখন কাজ করছে, তখন সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করছেন।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম সফর করছেন এনসিপি নেতারা।’

রোববার (২৫ মে) চট্টগ্রামের দক্ষিণাঞ্চল সফরের পর আজ উত্তর চট্টগ্রামের বিভিন্ন অংশ নিচ্ছেন এনসিপি নেতারা।

সেজু