শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘আধিপত্য বিরোধী জাতীয় ঐক্য, দায়িত্বশীল গণমাধ্যম ও জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।
আব্দুল মঈন খান বলেন, ‘জুলাই আন্দোলনের বিজয় কোনো একক দলের নয়। বিএনপির লাখ লাখ নেতাকর্মীর আত্মত্যাগ রয়েছে দীর্ঘ ১৫ বছরে। শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন থেকে শেষ মূহুর্তে এক দফায় আসে। জনমানুষের দাবির সাথে ছাত্ররা একাত্মতা প্রকাশ করে আন্দোলনের গতি বাড়িয়ে বিজয় নিয়ে আসে।’
তিনি বলেন, ‘আজ যারা নিজেদের বিপ্লবের নায়ক বলে মনে করেন, তাদের ইতিহাস জানতে হবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের স্বরণ রাখতে হবে।’