'বাংলাদেশের জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছে'

সিরাজগঞ্জ
সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ
এখন জনপদে
রাজনীতি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছে। তিনি বলেন, 'এই দেশ কোন পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি, দু-একটি পরিবার এই দেশকে শাসন করবে, শোষণ করবে তা আর হতে দেওয়া হবে না, দেশের ১৮ কোটি জনগণ সিদ্ধান্ত নেবে।'

আজ (শনিবার, ২১ জুন) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কাঠামো মজবুতিকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত নাগরিক সমাবেশে একথা বলে তিনি।

আব্দুল হান্নান মাসউদ আরো বলেন, 'গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। বারবার এই সরকার অত্যাচারিদের কাছে মাথানত করছে।'

তিনি আরো বলেন, 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করায়ত্ব করে রাখা হয়েছে। আরো একবার জোর যার মুল্লুক তার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। মনে রাখবেন এখনই যদি রুখে না দাঁড়ান তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না। আপনাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হবে।'

জাতীয় নাগরিক পার্টির যুগ্ন-সদস্য সচিব মাহিন সরকারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোছাব্বির হোসেন, জাতীয় যুবশক্তির সংগঠক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

সেজু