‘অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি’

এবি পার্টির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
রাজনীতি
0

অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ক্ষমতায় বসলেও এ সরকারের কোনো কর্তৃত্ব নেই।’

আজ (শুক্রবার, ২৭ জুন) সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী জুলাই অভ্যুত্থানের এক বছরপূর্তি উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অনেক রাজনৈতিক দল ভাবছে তাড়াতাড়ি একটা নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে। কিন্তু তা সঠিক নয়, নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবে।’

এসময় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ আহ্বানও জানান তিনি।

এসএইচ