'নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যদিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে'

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনীতি
0

নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যদিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ২৮ জুন) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশ অর্থনৈতিক সংকটের দিকে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দেয়ার আহ্বান জানান রিজভী।’

রুহুল কবির রিজভী বলেন, ‘মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে, সেইসাথে কেউ যেন গুম, খুনের ভয়ে আতঙ্কিত না থাকে- সেরকম দেশ গড়ার তাগিদ দেন তিনি।’

এসময় শেখ হাসিনার বিচার দ্রুত দৃশ্যমান করার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘বিএনপি ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ৩৬ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।’

সেজু