দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান
রাজনীতি
0

দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ৪ জুলাই) বিকেলে রংপুর বিভাগীয় মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি মৌলিক সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

মহাসমাবেশে জামায়াত আমির বলেন, ‘নির্বাচনে কোনো প্রশাসনিক ক্যু ও কালো টাকার খেলা করতে দেয়া হবে না।’ 

এসময় ‘মব কালচার’ নিয়ে জামায়াতের আমির জানান, তার দল মব সমর্থন করে না। তিনি বলেন, ‘অপরাধের বিচার করার দায়িত্ব বিচার বিভাগের, জনগণের নয়।’ 

এ ছাড়া, দেশের জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না উল্লেখ করে ফ্যাসিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। 

এর আগে, বিভাগীয় মহাসমাবেশ থেকে আগামী সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী।

এসএইচ