মহাসমাবেশে জামায়াত আমির বলেন, ‘নির্বাচনে কোনো প্রশাসনিক ক্যু ও কালো টাকার খেলা করতে দেয়া হবে না।’
এসময় ‘মব কালচার’ নিয়ে জামায়াতের আমির জানান, তার দল মব সমর্থন করে না। তিনি বলেন, ‘অপরাধের বিচার করার দায়িত্ব বিচার বিভাগের, জনগণের নয়।’
এ ছাড়া, দেশের জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না উল্লেখ করে ফ্যাসিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
এর আগে, বিভাগীয় মহাসমাবেশ থেকে আগামী সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী।