নির্বাচন ফেব্রুয়ারিতেই, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনীতি
0

নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর কোনো ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের কথা শুনেই কারো কারো মাথা বিগড়ে গেছে। যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা আসলে গণতন্ত্রের শত্রু।’

আজ (সোমবার, ১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এসময় তিনি অভিযোগ করেন, লন্ডনে বিএনপির বৈঠক ও সংস্কারমূলক রাষ্ট্র গঠনের উদ্যোগের পর থেকেই একাধিক রাজনৈতিক চক্র বিএনপিকে ঘায়েল করতে সক্রিয় হয়েছে।

আরও পড়ুন মিটফোর্ডের হত্যাকাণ্ডকে নির্বাচন বাধাগ্রস্ত করতে ব্যবহার করা হচ্ছে: ফখরুল

মির্জা ফখরুল বলেন, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করা হচ্ছে। এটি ষড়যন্ত্রের অংশ। তারা চায় দেশে যেন নতুন করে জাগরণ না ঘটে, সংস্কারের ধারা এগিয়ে না যায়। বিএনপিকে উত্তেজিত করে ফাঁদে ফেলার চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘বিএনপি ভয় পায় না। বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার ঘুরে দাঁড়ানো দল। ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা এবং গণতন্ত্রকে বিতাড়িত করার অপচেষ্টা সফল হবে না। আমরা গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোস করব না।’

তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের উদ্দেশে ফখরুল বলেন, ‘তারা গণতন্ত্রের শত্রু। দেশে বিভাজন, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা সবাইকে সতর্ক থাকতে বলি; কারো পাতা ফাঁদে যেন কেউ না পা দেয়।’

এনএইচ