একসময়ের দাপুটে ক্রিকেট দল আর্থিক সংকটে!

ক্যারিবিয়ান ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

ক্যারিবিয়ান ক্রিকেটে আর্থিক সংকট। নিয়মিত বেতন পান না পাকিস্তানি ক্রিকেটাররা। ক্রিকেট খেলুড়ে কিছু দেশ আছে যারা কিনা ক্রিকেট বিশ্বে সমীহ জাগায়। তাদের কেউ কেউ একাধিক বিশ্বকাপও জিতেছে। এমন সাফল্য থাকলেও অধিকাংশ সময় সেই দেশগুলোর ক্রিকেটার ও বোর্ডকে আর্থিক সংকটে থাকতে হয়। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তান বড় উদাহরণ।

বছরের অধিকাংশ সময় ক্যারিবিয়ান ক্রিকেটে থাকে আর্থিক সংকট। ক্রিকেটারদের বেতন কিংবা ম্যাচ ফি কোনোটিই ঠিকভাবে দিতে পারে না উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ক্যারিবীয় অলরাউন্ডার ড্যারেন স্যামিকে যখন অধিনায়ক করা হয়, তখন ঘোর সংকটে ছিল উইন্ডিজ ক্রিকেট। বেতন না পাওয়ায় অধিকাংশ তারকা ক্রিকেটার দলের বাইরে ছিলেন। আর সে সময় দলকে আগলে রেখেছিলেন স্যামি। তার নেতৃত্বেই ২০১২ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতেছিল উইন্ডিজ।

এতবড় অর্জনের পরও আর্থিক সংকট কাটেনি ক্যারিবিয়ান ক্রিকেটে। তবুও দল ছাড়েননি স্যামি। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে উইন্ডিজের অংশ নেয়ার গল্প তো আরও করুণ। সেই বার আর্থিক সংকট দেখিয়ে খেলোয়াড়দের কোনো ক্রীড়াসামগ্রী দিতে পারেনি উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এমন কঠিন সময় পার করেও ট্রফি উঁচিয়ে ধরেছিলো স্যামিবাহিনী। এমন সাফল্য রচনা করলেও এখন পর্যন্ত ক্যারিবিয়ান ক্রিকেট সংকট কাটিয়ে উঠতে পারেনি। যার চড়া মাশুল চলতি বছরেও দিতে হচ্ছে।

পাকিস্তানি ক্রিকেটেও আর্থিক সংকট লেগে থাকে। এবারের ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তানি গণমাধ্যমের খবর, ৪ মাসের বেতন পাননি ক্রিকেটাররা। তাছাড়া পিসিবির সঙ্গে ক্রিকেটারদের চুক্তির সমস্যার সমাধান না হওয়ার গুঞ্জন তো আছেই।

করোনাকালে আর্থিক সংকটে ছিল দ. আফ্রিকার ক্রিকেট। সেই সংকট এখন পর্যন্ত কাটাতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। এর মাঝে আবার বোর্ড কর্তাদের মধ্যে ব্যাপক রদবদল হয়েছে। অবশ্য দ. আফ্রিকান ক্রিকেটের আর্থিক সংকট বেশ পুরোনো।

সেজু