সেই ২০০০ সাল থেকে সাদা পোশাকে যাত্রা শুরু বাংলাদেশের। মাঝে পেরিয়েছে ২৪ বছর! এত বছর পরে এসেও টাইগারদের পারফরম্যান্স আর ম্যানেজমেন্টের নানারকম পরিকল্পনায় দেশের টেস্ট সংস্কৃতি নিয়ে আছে প্রশ্ন।
পরিসংখ্যান দেখলেই পরিষ্কার। ক্রিকেটারদের মন মানসিকতা আর কুলীন ফরম্যাটে টাইগারদের খেলার ধরনে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া দল ছাড়াও জিম্বাবুয়ের মতো র্যাংকিংয়ের নিচের সারির দলের কাছেও লজ্জাজনক হারের স্মৃতি আছে বাংলাদেশের। নতুন বছরে রঙিন পোষাকে রঙহীন টাইগারদের এবার সাদা পোশাকে আলো ছড়ানোর অপেক্ষা। এই ক্রিকেটের সংস্কৃতি বজায় রেখে জ্বলে উঠতে পারবে কী বাংলাদেশ?
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কীভাবে দলকে সামনের দিকে নিয়ে যেতে চাই তার নিজের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমরা যারা খেলছি আমাদের তো ইনপুট রয়েছে। আমি আশা করবো সামনে যে কয়টা টেস্ট ম্যাচ রয়েছে সেখানে নতুন কিছু দেখতে পারবেন।’
টেস্ট র্যাংকিংয়ে তিন ধাপ পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে হারে জিতের ব্যবধানটা খুব বেশি নয় বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে অনুশীলনের মতো খেলাতেও ভালো উইকেটের আশা করছেন টাইগার অধিনায়ক। পেস ইউনিটে গতিময় তারকা নাহিদ রানাকেই রাখলেন এগিয়ে।
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা জানি সিলেটে সবসময় বাউন্সি উইকেট থাকে। এইরকম উইকেটই আমরা আশা করি ট্রু বাউন্সিই থাকবে।’
এদিকে সিলেটের উইকেটে ২০১৮ সালে জয়ের সেই স্মৃতিকে ফিরিয়ে আনতে চান অধিনায়ক ক্রেইগ আরভিন।