বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়, ভারত এবং পাকিস্তানের গ্রুপে থেকেও বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয়া। এরপরেই মেজর ক্রিকেট লিগ নামে নিজেদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সূচনা। সহযোগী দেশের জন্য ক্রিকেটের যাত্রা যতখানি সুন্দর হওয়া দরকার, তার সবটাই বিগত দিনগুলোতে দেখে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
কিন্তু সেখান থেকে ডানা মেলার আগেই দেশটির ক্রিকেটে মুখ থুবড়ে পড়ার শঙ্কা। ক্রিকেট বোর্ডের ওপর একাধিক অভিযোগ এনে যুক্তরাষ্ট্রকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে চায় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
তবে এমন এক সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রকে বিগত ১২ মাস আগেই সতর্ক করেছিল আইসিসি। যুক্তরাষ্ট্র ক্রিকেটের অভ্যন্তরীণ কাঠামো, স্বচ্ছতার অভাব, দুর্বল পরিচালনা ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যর্থতা নিয়ে এসব সতর্কতা জানানো হয়েছিল। আসন্ন জুলাই মাসে শেষ হবে এই সতর্কতার মেয়াদ। বোর্ডের কিছু সদস্যের প্রতি আইসিসির সরাসরি অভিযোগ আছে।
এমনকি আইসিসির পক্ষ থেকে দেশটির ক্রিকেট সংস্থার প্রধানকে স্বেচ্ছা পদত্যাগের অনুরোধও করা হয়েছে। মূলত ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট ফেরানোর পথ সহজ করতেই যুক্তরাষ্ট্র ক্রিকেটের সংস্কার কাঠামোর দিকে নজর রাখতে চাইছে আইসিসি।
এই নিষেধাজ্ঞা দেয়া হলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন, আইসিসির স্বীকৃত যেকোনো বৈশ্বিক বা দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ থেকে শুরু করে আর্থিক নিষেধাজ্ঞার মধ্যেও পড়বে যুক্তরাষ্ট্রের ক্রিকেট। এমনকি কেড়ে নেয়া হতে পারে যেকোনো আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকারও। সেক্ষেত্রে হুমকির মুখে পড়বে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট আয়োজন।