২০২২ জুন থেকে ২০২৩ এর নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন শেন ম্যাকডেরমট। এর আগে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাতেও কাজ করেছিলেন তিনি। কাজ করেছেন আফগানিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলের কোচিং প্যানেলেও ছিলেন ম্যাকডেরমট। এবার যোগ দিচ্ছেন পাকিস্তানের সঙ্গে। মোহাম্মদ মনসুরের বদলে নিয়োগ পাচ্ছেন তিনি।
উল্লেখ্য, আগামী ২০, ২২ এবং ২৪ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ।