চলছে ক্লাব বিশ্বকাপ। নানা তর্ক-বিতর্কে মাঠের বাইরে সরগরম ফুটবল বিশ্ব। এরই মাঝে মন্তব্যের ঝড় কোচদের মাঝে।
সাত থেকে বেড়ে ক্লাবের সংখ্যা এখন ৩২। ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন পরিধি নিয়ে ফুটবল ভক্তদের মাঝে আগ্রহের ঘাটতি ছিল না। লাতিন অঞ্চল কিংবা আফ্রিকা থেকে আসা ক্লাবগুলোর দিকে নজর ছিল আলাদাভাবে। মাঠের খেলা দিয়ে অবশ্য ব্রাজিলের ক্লাবগুলো ছাড়া আর কেউই সেভাবে চমক উপহার দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া যেমন খেলার উপযোগী ছিল না। তেমনি মৌসুম শেষ করে আসার পর খেলোয়াড়দের হাতেও ছিল না পর্যাপ্ত বিশ্রামের সময়। যার প্রভাব ফেলেছে মাঠের পারফরম্যান্সে। সব বিবেচনা করেই দিনদুয়েক আগে লিভারপুলের সাবেক কোচ ইউর্গেন ক্লপ বলেছিলেন, ‘ক্লাব বিশ্বকাপ ফুটবলের ইতিহাসেই সবচেয়ে বাজে উদ্ভাবন।’
এবার তাতে সায় দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ক্লাব বিশ্বকাপে নিজেদের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচের আগে স্প্যানিশ এই কোচ সরাসরিই বললেন, এমন একটা টুর্নামেন্ট তার দলের সামনের মৌসুম পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। গার্দিওলা মনে করেন, গত মৌসুমের পারফরম্যান্সের পর তার দল বিপর্যস্ত অবস্থায় আছে। এমন অবস্থায় ৩২ দলের এই প্রতিযোগিতা তার দলের মনোবল একেবারে ভেঙে দিতে পারে।
ক্লাব বিশ্বকাপ প্রসঙ্গে গার্দিওলা কিংবা ক্লপের মতোই মন্তব্য করেছিলেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেল। তার মতে লিভারপুল কিংবা আর্সেনালের মতো ক্লাবগুলো আগামী মৌসুমের শুরুতে বাড়তি সুবিধা পাবে তাদের বিশ্রামের কারণে।
গার্দিওলা অবশ্য এই টুর্নামেন্টকে দেখছেন আগামী মৌসুমের ফর্মেশন ঠিক করার মঞ্চ হিসেবে। গত মৌসুমের মলিনতা পেছনে ফেলে পরেরবারের জন্য দলকে ঠিক করতেই কেবল বৈশ্বিক এই আসরকে পাখির চোখ করেছেন স্প্যানিশ এই কোচ।