চার বছরেও শেষ হয়নি রাঙামাটির কুতুকছড়ি সেতুর নির্মাণকাজ
দুই দফা মেয়াদ বাড়িয়ে চার বছরেও শেষ হয়নি রাঙামাটির কুতুকছড়ি সেতুর নির্মাণকাজ। অগ্রগতি মোটে ৩২ ভাগ। কাজে ধীরগতির কারণে দুর্ভোগে পাহাড়ের লাখো বাসিন্দা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল ও জরিমানার হুঁশিয়ারি সড়ক ও জনপথ বিভাগের।