বারী সিদ্দিকী, বাঁশির মায়াজালে বেঁধেছিলেন যিনি...
যার বাঁশির সুরের মায়াজালে বুঁদ হয়ে থাকতেন শ্রোতারা, তিনি বারী সিদ্দিকী। বাঁশির সুরের সাথে সাথে তার গানে তিনি বলে গেছেন বিরহের কথা, ভালোবাসার কথা। দরদি কণ্ঠ আর সুর দিয়ে বাংলা গানে যে আসন তিনি দখল করে গেছেন, সে জায়গা কখনো পূরণ হবার নয়।