গতকাল (শুক্রবার, ১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে খুলনা থেকে আসা ইমাদ পরিবহন একটি তেলভর্তি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হন। পরে হাসপাতালের নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১০ জন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিবহন দুটি সরিয়ে নেয়। সেতুর উপরে কেমিক্যাল ছড়িয়ে যাওয়ায় তা পরিষ্কার করতে সময় লাগায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।
জাজিরা প্রান্ত ছাড়িয়ে শিবচর পর্যন্ত দেখা দেয় তীব্র যানজট। পরে সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল শুরু হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। করা হয়নি কোনো তদন্ত কমিটিও।